নুরুল কবির রিফাতঃ বন্যাবিধ্বস্ত সাতকানিয়ায় এখনও অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছেন। অনেকের ঘরে নেই খাবার। দুর্গতদের কথা ভেবে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নেতা মোহাম্মদ কামাল উদ্দিন।
জানা গেছে, সাতকানিয়ায় বন্যা কবলিতদের মধ্যে যারা এখনও পনুর্বাসিত হতে পারেননি কিংবা অসহায়বস্থায় রয়েছেন তাদের কেউ ফোন করলেই যুবলীগ নেতা
মোহাম্মদ কামাল উদ্দিন নিজের মোটর সাইকেলে করে ত্রাণ নিয়ে পৌঁছুচ্ছেন।
মোহাম্মদ কামাল উদ্দিন বর্তমানে সাতকানিয়া পৌরসভার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য। তিনি সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।
ধর্মপুর ইউনিয়নের মোহাম্মদ মোনাইন চাটগাঁর সংবাদকে বলেন, ‘এই দুর্যোগে আমরা খাদ্য ও আবাসন সংকটে পড়েছি। আমাদের দুরবস্থার কথা কামাল সাহেবকে ফোনে অবহিত করলে তিনি ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। চাল, ডাল, চিড়া, চিনি, তেল, বিস্কুট, পেঁয়াজসহ অতি প্রয়োজনীয় জিনিস ফোনকলের মাধ্যমে ঘরে পেয়ে আমরা আনন্দিত। আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার (কামাল) জন্য দুই হাত তুলে দোয়া করছি।’
এ প্রসঙ্গে আলাপকালে মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘সাতকানিয়া উপজেলা চারদিন পানির নীচে ছিল। এখনও এখানকার মানুষ চলাফেরা, খাবার-দাবার, আবাসনসহ নানান সংকটে রয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহুরের নির্দেশে সাধ্যমতো মানুষের সেবা করে যাচ্ছি। ফোন করা মাত্রই নিজে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে মানুষের দুর্দিনে পাশে থাকতে চাই।’
এসময় তিনি চাটগাঁর সংবাদের মাধ্যমে সাতকানিয়ার বন্যাকবলিত সাহায্যপ্রার্থীদের জন্য নিজের মুঠোফোন নাম্বারটি দিয়েছেন- ০১৮১৯৮৫৫৭০৭।
Leave a Reply