চাটগাঁর সংবাদ ডেস্কঃ দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) কুয়ালালামপুরের হাইকোর্ট তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগ নিয়ে রায় দেন। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
অভিযোগগুলোকে ‘ত্রুটিপূর্ণ, ভিত্তিহীন ও অস্পষ্ট’ উল্লেখ করে হাইকোর্টের বিচারক মুহাম্মদ জামিল হুসেন বলেন, মুহিউদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগের বিশদ কোনো বিবরণ পাওয়া যায়নি।
রায়ে আরো বলা হয়, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সংবিধানিক মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছিল।
বিচারিক প্রক্রিয়া এক ধরনের ক্ষমতার অপব্যবহার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত মার্চে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেয়ার অভিযোগ উঠে। এরপর দেশটির দুর্নীতিবিরোধী সংস্থার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট আজ এ রায় দেন।
গত মার্চে মুহিউদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী ও পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়ার (বেরসাতু) সভাপতি হিসেবে তিনটি কোম্পানি ও এক ব্যক্তির কাছে থেকে প্রায় ৭ কোটি ডলার পাওয়ার জন্য পদের অপব্যবহার করেছেন তিনি।
মুহিউদ্দিন ইয়াসিন ২০২০ সাল থেকে ২০২১ সালের মধ্যে ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দাবি করে আসছিলেন, আদালতে উঠা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তথ্যসূত্র ও ভাষান্তর: বণিক বার্তা
Leave a Reply