আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শোক দিবসে চা বোর্ডে বঙ্গবন্ধুর ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা


চাটগাঁর সংবাদ ডেস্কঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ চা বোর্ড।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চা বোর্ড প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চা শিল্পের উন্নয়নে তাঁর অবিস্মরণীয় অবদান রয়েছে।’

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘জাতির পিতার আদর্শকে ধারণ করে কর্মক্ষেত্রে প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করতে হবে।’

উপসচিব মোহাম্মাদ রুহুল আমীনের সঞ্চালনায় এ সময় ছিলেন– বোর্ডের সদস্য কামরুল আমিন, সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নূরীসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোচনা সভা শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর