চাটগাঁর সংবাদ ডেস্কঃ ভারতের ঐতিহাসিক ‘আচার্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক’ পেয়েছেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরী পরিষদের সভাপতি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়া।
সোমবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (১০ আগস্ট) কলকাতার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মিলনায়তনে দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি আয়োজিত দীনেশ-রবীন্দ্রপত্র সম্মাননা ২০২৩ প্রদান অনুষ্ঠানে এ স্বর্ণপদক পেয়েছেন তিনি।
অধ্যাপিকা দেবকন্যা সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতা রাজ্য সরকারের সচিব কবি সাহিত্যিক ড. সমীর শীল (ডি লিট)। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম দে। স্বাগত বক্তব্য প্রদান করেন লোকসাহিত্য-বিশারদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌগত চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন কোলকাতা পুলিশ কমিশনার সিন্ধি মুখার্জি।
এতে বক্তব্য রাখেন আচার্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক প্রাপ্ত বাংলাদেশের লায়ন দুলাল কান্তি বড়ুয়া, দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক অলক মণ্ডল, নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবন্ধিক, গবেষক বাবু গৌতম দে, রাষ্ট্রপতি পুরস্কার-প্রাপ্ত জাতীয় প্রধান শিক্ষক শ্রীমতি মিনতি দত্ত মিশ্র, ‘হ্যালো
কোলকাতা’র সাধারণ সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব আশীষ বসাক, শিল্পী সুকর্ণা সেন।
প্রধান অতিথির বক্তব্যে গৌতম দে বলেন, ‘দীনেশ বাংলার অহংকার, দীনেশকে নিয়ে যত বেশি সভা, সেমিনার, আলোচনা হবে, বাংলা ভাষা, সংস্কৃতি তত বেশি সমৃদ্ধ হবে।’
Leave a Reply