আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্যার্তদের পাশে দাঁড়াল আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন


আহসান উদ্দীন পারভেজ

চট্টগ্রাম দক্ষিণ জেলা সাতকানিয়া-লোহাগাড়া ও চন্দনাইশসহ বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় ডুবে গেছে সড়ক, অলি-গলি, মহাসড়ক ও দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। এমন মানবেতর পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য জাহিদ হোসেন। তিনি বন্যাদুর্গত ৭০০ পরিবারকে চাল, ডাল, চিড়া, শুকনো খাবার ও ১০০ পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।

এ সম্পর্কে তিনি বলেন, এবার স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে সাতকানিয়া-লোহাগাড়াসহ কয়েকটা উপজেলাবাসী। তাদের এ দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সবারই বন্যার্তদের পাশে থাকা উচিত। মানবিক দিক বিবেচনা করেই আমরা প্রাথমিকভাবে ৭০০ পরিবারকে ত্রাণ সহায়তা ও ১০০ পরিবারকে নগদ সহায়তা দিয়েছি। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। বানভাসি মানুষের জন্য এ সহায়তা অব্যাহত রাখব।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর