আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতিতে খাদ্য সংকট, ফায়দা লুঠছে অসাধু ব্যবসায়ীরা


মো. ইকবাল হোসেন, সাতকানিয়াঃ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতিতে খাদ্য সংকটের অজুহাত দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুঠছে। এজন্য রবিবার (১৩ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার সোনাকানিয়া মির্জাখীল বাংলাবাজার ও এওচিঁয়া ইউনিয়নের দেওদিঘী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দেয়া দণ্ডে ৭ দোকানিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সঙ্কটের মধ্যে জনসাধারণকে জিম্মি করে দ্রব্যমূল্য বাড়িয়েছে দোকানীরা। বিষয়টি জানতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাংলাবাজারের ব্যবসায়ী আব্দুল জলিলকে (৫০) ১০ হাজার টাকা, আব্দুর শুকুরকে (৪৩) ৪০ হাজার টাকা, আব্দুল জব্বারকে (৪৫) ৫ হাজার টাকা, মো. কিবরিয়াকে (৪০) ৫ হাজার টাকা, দেওদিঘী বাজারের ব্যবসায়ী মো. বশির আহমদকে (৬০) ৫ হাজার টাকা, মো. জামালকে (৩৫) ২০ হাজার টাকা এবং কোরবান আলীকে (৪৩) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। বিষয়টি নিশ্চিত করে তিনি চাটগাঁর সংবাদকে বলেন, ‘জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে সহযোগিতা করেছে সাতকানিয়া থানার পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর