আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

টিসিবি’র পণ্য বিতরণে যে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী


চাটগাঁর সংবাদ ডেস্কঃ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহকৃত পণ্যে যুক্ত হচ্ছে চাল। রবিবার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে টিসিবি’র আয়োজনে দেশব্যাপী ১ কোটি ‘ফ্যামিলি কার্ডধারী‘ নিম্ন আয়ের পরিবারের মাঝে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

তিনি বলেন, টিসিবির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডাল, চিনি এবং তেলের পাশাপাশি গতমাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাল দেয়া শুরু হয়েছে। গরীব মানুষ কষ্টে থাকুক, শেখ হাসিনা এটা কখনোই চান না।’

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বিশেষ অতিথির বক্তব্য দেন। এসময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর