চাটগাঁর সংবাদ ডেস্কঃ আজ ১২ আগস্ট বিশ্ব হাতি দিবস। ২০১২ সাল থেকে আজকের এই দিনটিতে বিশ্বব্যাপী দিনটি পালন করা হয়।
কানাডার দুই চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস, মাইকেল ক্লার্ক এবং থাইল্যান্ডের রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশনের উদ্যোগে মূলত বিশ্ব হাতি দিবস পালন করা সম্ভব হয়েছে।
প্রাণী বিশ্লেষকদের আশঙ্কা, বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি ও বনাঞ্চল হ্রাস পাওয়ার কারণে হাতি সংরক্ষণ দুষ্কর হয়ে পড়েছে। জীববিজ্ঞানীদের আশঙ্কা ডাইনোসরের পর বিশ্বের সবচেয়ে বড় এ প্রাণীটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে।
হাতিরা তৃণভূমিতে বাস করে। প্রায় সব দেশেই এদের দেখা মেলে, তবে আফ্রিকার দেশগুলোতে হাতির সংখ্যা বেশি।
নগরায়ণ এবং বনাঞ্চল ধ্বংসের কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে হাতির বিচরণভূমি। অন্যদিকে, কালোবাজারি ও চোরাকারবারিদের শিকারে পরিণত হয়ে বিলুপ্ত হচ্ছে এই প্রাণী। আর এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতেই হাতির এ দিবসটি পালন করা হয়।
Leave a Reply