অনলাইন ডেস্ক
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাদবাগানে কাঁচামরিচ, ধনেপাতা, করমচা ও আনারসের ফলন এসেছে। নিজ হাতে মুঠোফোনে তার ছবিও তুলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ফেসবুক একাউন্টে কাঁচামরিচ গাছের একটি ছবি দিয়ে পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন।
ফেসবুকে হাসান জাহিদ তুষার বলেন, ‘এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাদবাগানে কাঁচামরিচ হয়েছে। গণভবনের ছাদে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা। ফলন এসেছে কাঁচামরিচ গাছগুলোয়। আর নিজেই মুঠোফোনে সেই ছবি তুলেছেন তিনি। ছাদবাগানে আরও হয়েছে ধনেপাতা, করম চা ও আনারস।’
Leave a Reply