চাটগাঁর সংবাদ ডেস্কঃ গত ২৪ ঘন্টায় চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টিপাত কিছুটা কমলেও দু’দিন পর আবারো বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ আগস্ট) সংস্থাটি েএ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে টেকনাফে। একইসময়ে কক্সবাজারে ৫৪, রাঙ্গামাটিতে ৫১, বান্দরবানে ২৮, চট্টগ্রামে ১৭, সন্দ্বীপ ১২, সীতাকুণ্ডে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
করা হয়েছে।
বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো রংপুরের সৈয়দপুরে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিলো চাঁদপুরে। চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো কুতুবদিয়া ও বান্দরবানে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা, মাঝারী ও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
Leave a Reply