আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি ওমর হাজ্জাজ


চাটগাঁর সংবাদ ডেস্কঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর হাজ্জাজ। একইসঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রুহুল আমীন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট হয়েছেন রাইসা মাহবুব।

মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বারের বোর্ড অব ডাইরেক্টর্সের সভায় নবনির্বাচিত পরিচালকদের সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষে ৩০ সেপ্টেম্বর এই নবনির্বাচিত পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে।

নতুন নির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ ব্লু এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রিলায়েন্স এসেটস্ অ্যান্ড ডেভেলপমেন্টস (বিডি) লিমিটেডের পরিচালক, গ্লোব শিপইয়ার্ডের ম্যানেজিং পার্টনার ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মেসার্স সাইফ পাওয়ারটেকের স্বত্ত্বাধিকারী তরফদার রুহুল আমীন ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মেসার্স রাইসা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রাইসা মাহবুব।

এদিকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন— প্যাসেফিক জিন্সের স্বত্ত্বাধিকারী সৈয়দ মো. তানভীর, মেসার্স সিলভার সিন্ডিকেটের স্বত্ত্বাধকারী এ কে এম আক্তার হোসাইন, মেসার্স চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মো. অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জে এন শিপিং লাইন্সের মালিক জহিরুল ইসলাম চৌধুরী, মেসার্স হোসাইন ফিসারিজের স্বত্ত্বাধিকারী মাহফুজুল হক শাহ, মেসার্স আর এস বি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের স্বত্ত্বাধিকারী অঞ্জন শেখর দাস, মেসার্স সেরি মেকান ট্রাভেলের স্বত্ত্বাধিকারী আখতার উদ্দীন মাহমুদ, মেসার্স আর এম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলমগীর পারভেজ, মেসার্স আজাদ সিন্ডিকেটের স্বত্ত্বাধিকারী রেজাউল করিম আজাদ, মেসার্স এম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. মনির উদ্দিন, মেসার্স অর্কিড ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী মো. সাাজ্জাদুন নেওয়াজ, মেসার্স চয়েস মোটর্সের স্বত্ত্বাধিকারী মাহবুবুল হক।

তাছাড়া মেসার্স নাহার এগ্রো কমপ্লেক্স লিমিটেডের স্বত্ত্বাধিকারী এমডি রাকিবুর রহমান টুটুল, মেসার্স গোল্ডেন কনটেইনার লিমিটেডের স্বত্ত্বাধিকারী বেনজীর চৌধুরী নিশান, মেসার্স পাওয়ার বাংলা করপোরেশনের স্বত্ত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএলের স্বত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মেসার্স ফয়েজ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. আদনানুল ইসলাম, মডার্ন হ্যাচারী লিমিটেডের আবু সুফিয়ান চৌধুরী, ফোর এইচ অ্যাপারেলস লিমিটেডের স্বত্ত্বাধিকারী গহুর সিরাজ জামিল, পিএইচপি মোটরস লিমিটেডের এমডি মো. আক্তার পারভেজ ও মেসার্স স্পেকট্রাম সল্যুশনসের স্বত্ত্বাধিকারী ওমর মুক্তাদির পরিচালক পদে দায়িত্ব পালন করবেন।

চেম্বারের পরিচালকমণ্ডলী নির্বাচনের লক্ষ্যে গত ১৫ জুন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর চেম্বার পরিচালক পর্ষদ নির্বাচনের সময় নির্ধারিত ছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা গত ৬ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত অর্ডিনারী ক্যাটাগরীতে ১২টি পদের বিপরীতে ১২জন প্রার্থী, এসোসিয়েট ক্যাটাগরীতে ৬টির বিপরীতে ৬জন, টাউন এসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশনে বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ জুন ২৪ সদস্যের সমন্বয়ে চট্টগ্রাম চেম্বারের বর্তমান পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল। সে হিসেবে চলতি বছরের ৩১ জুন মেয়াদ শেষ হওয়ার কথা। পরবর্তীতে কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ালে আগামী ৩০ সেপ্টেম্বরে শেষ হবে বর্তমান পর্ষদের মেয়াদ।

তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর