চাটগাঁর সংবাদ ডেস্কঃ চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (৬ আগস্ট) সকালে জলজট আর বৃষ্টি উপেক্ষা করে নগরীর মুরাদপুরে এই বিক্ষোভ মিছিল হয়।
জামায়াত বলছে, ‘কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারাদেশে সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার না দেয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে।’
এর আগে, চট্টগ্রামে সমাবেশ-মিছিল করতে পুলিশের কাছে আনুষ্ঠানিক আবেদন করলেও বেশ কিছুদিন ধরে পুলিশের অনুমতি ছাড়াই মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ করছে দলটি।
এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘জামায়াত মিছিল করেছে কী না আমরা তো ওদিক দিয়ে ছিলাম না। কারণ সব জায়গায় পানিবন্দি। শুনেছি করেছে, আমরা ভেরিফাই করতেছি। ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য পাঠিয়েছি।’
তথ্যসূত্র: সিভয়েস২৪
Leave a Reply