চাটগাঁর সংবাদ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে রংপুর নগরীতে এখন সাজ সাজ রব; ব্যানার-পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর।
আজ বুধবার (২ আগস্ট) দুপুরে রংপুরে পৌঁছুবেন প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকালে নগরীর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায়
যোগ দেবেন তিনি।
এরই মধ্যে জনসমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ। শেষ মুহূর্তের প্রস্তুতিও এখন ঝালিয়ে নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। সবার মধ্যেই বিরাজ করছে উৎসবের আমেজ।
সফরকে ঘিরে নগরীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে টহল দিচ্ছে।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার এই সফর তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। পাড়া-মহল্লা ও পৌরসভায় মিছিল-মিটিংয়ে ব্যস্ত সবাই।
জনসভা সফল করতে এরই মধ্যে রংপুরে পৌঁছেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। তাদের উপস্থিতিও উজ্জীবিত করেছে স্থানীয়দের।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী রংপুরে অনেক কিছু দিয়েছেন। আরও দিতে প্রস্তুত তিনি। আগামী নির্বাচনে রংপুরবাসী নৌকা মার্কায় ভোট দিলে নগরী তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা।’
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘রংপুরের উন্নয়ন নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাই তার সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে।’
তথ্যসূত্র: বিডিনিউজ২৪
Leave a Reply