আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো.শাহ জালাল চৌধুরী সাধারণ সম্পাদক মো.ইসমাইল


সাদ্দাম হোসেন

ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক ২০২৩-২০২৫ নির্বাচন শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার সিইউএফএল মাঠে সকাল ৮ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট গণনা শেষে রাত ১০টায় বিজয়দের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. জানে আলম, মো.আরিফ হোসেন, মোঃ জানে আলম, অরবিন্দু নাথ, ফয়েজ আহমদ, মো.এহসানুল হক।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো.শাহ জালাল চৌধুরী,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল।কার্যকরি সভাপতি মো.রেজাউল করিম (সুমন),সহ-সভাপতি মো.ইদ্রিস,যুগ্ম সম্পাদক শেখ মো.মহিউদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মো.মাঈন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো.মনজুরুল আলম,প্রচার সম্পাদক মো.পারভেজ,অর্থ সম্পাদক মো.ছৈয়দ আলম,দপ্তর সম্পাদক মো.রুবেল,সদস্য মো.মিন্টু মিয়া।

ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির ভাইস-চেয়ারম্যান মো.আরিফ হোসেন জানান,ভোট সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। শুরু থেকেই নির্বাচন কমিশনার প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল। আমরা নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দেব। আমি সকলে সার্বিক পদক্ষেপে কৃতজ্ঞতা জানাচ্ছি।

ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মো.শাহ জালাল চৌধুরী বলেন,ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার থেকে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে,সেইজন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। এবং ভোটারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করতেছি। আমি নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর