আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় বাসের চাকায় প্রাণ গেল ব্যবসায়ীর


নুরুল কবির রিফাত, সাতকানিয়াঃ 
সাতকানিয়ায় ঈদের শপিং করতে মার্কেটে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে মুহাম্মদ ফরহাদ (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলের চালক হেলাল উদ্দিন (৩২) আহত হয়েছে।

(আজ ১২এপ্রিল) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বায়তুল ইজ্জত ট্রেনিং সেন্টার এন্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ার বাসিন্দা আবদুল মালেকের ছেলে ও বান্দরবানে শহরের মগবাজারের বার্মিজ মার্কেট এলাকায় আচার ব্যবসায়ী। ফরহাদ ১ ছেলে ১ মেয়ে সন্তানের জনক ।

নিহতের ছোট ভাই শাহেদ জানান, ফরহাদ ভাই বাইক নিয়ে কেরানীহাটে ঈদ বাজার করতে যাচ্ছিল। রাতে মোটরসাইকেলে করে যাওয়ার পথে বিজিবি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর