আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রামে বিএনপি’র পদযাত্রার প্রাক্কালে কাজীর দেউড়িতে সমাবেশ।

বিএনপি’র পদযাত্রা সরকার পতনের ম্যাসেজ: আমীর খসরু


চাটগাঁর সংবাদ ডেস্ক: বিএনপি’র পদযাত্রায় জনগণ সরকার পতনের ম্যাসেজ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৯ জুলাই) বিকালে নগরীর কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারকে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে পতন করতে হবে। কেউ আক্রমণ না করলে সহিংসতায় যাব না। জনতা আমাদের সঙ্গে আছে, সহিংসতা হওয়ার সম্ভাবনা নেই। আজকে যারা এসেছেন, প্রত্যেক আন্দোলন সংগ্রামে আসতে হবে।

বিএনপি’র পদযাত্রাটি নগরীর নূর মোহাম্মদ সড়ক থেকে শুরু হয়ে নিউ মার্কেট, কদমতলী, দেওয়ানহাট গিয়ে বিএনপির শেষ হয়।

সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের উপর হামলা করেছে। আমাদের শান্তি-শৃঙ্খলভাবে আন্দোলন করতে হবে। সহিংসতা যারা করে তাদের সঙ্গে জনগণ নেই৷ আমাদের সঙ্গে জনগণ আছে। শুধু বাংলাদেশ নয়, গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের বিভিন্ন সরকার ও ব্যক্তিকে সমর্থন দিচ্ছেন।’

সবাই সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাই জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে। ভোট চুরি করার জন্য পুলিশ, ডিসি ও ইউএনও পোস্টিং করা হচ্ছে। যাদের পোস্টিং করা হচ্ছে, তারা তাদের দলীয় মানুষ।

পদযাত্রার পূর্বে এই সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মীর নাসির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর