আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিক্ষোভ মিছিল

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদ চট্টগ্রামে


নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ১১ জুলাই থেকে ঢাকা প্রেস ক্লাব চত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সদস্যরা। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে গত ১১ জুলাই থেকে আন্দোলন অব্যাহত রেখেছে শতবর্ষের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ এই শিক্ষক সংগঠন। তাঁদের এই ‘লাগাতার অবস্থান কর্মসূচী’র বিষয়ে নীতি নির্ধারনী পর্যায় থেকে এখনও কোনো সাড়া আসেনি। ইতোমধ্যে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন তাঁরা।

প্রসঙ্গত, সোমবার (১৭ জুলাই) তাঁদের অবস্থান কর্মসূচিতে পুলিশ চড়াও হওয়ায় মঙ্গলবার ১৮ জুুলাই কিছু শিক্ষক ভয়ে প্রেস ক্লাবের আশপাশে অবস্থান নিয়েছেন। অনেক শিক্ষককে সচিবালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিতে দেখা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর