আজ ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ ডিসেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ


স্পোর্টস ডেস্ক

নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এফটিপির সফর সূচি অনুযায়ী এই সিরিজগুলো হবে। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, আগামী ডিসেম্বরে হবে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সীমিত ওভারের এই দুটি সিরিজের আগেই অবশ্য আগামী নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে এখানে আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

কিউইদের বিপক্ষে আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু ওয়ানডে সিরিজ। যেখানে পরের দুই ম্যাচ ২০ ডিসেম্বর নেলসনে, ২৩ ডিসেম্বর নেপিয়ারে। এরপর ২৭ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরু নেপিয়ারেই। পরের দুই টি-টোয়েন্টি ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে।

এদিকে বাংলাদেশের সফর দিয়েই শুরু নিউ জিল্যান্ডের এবারের মৌসুম। এরপর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা পাকিস্তানের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দুটি টেস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর