বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুুবুল আলম। সোমবার (১৭ জুলাই) চট্টগ্রামের একটি পাঁচতারকা হোটেলে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির যাত্রায় বন্দরনগরীর তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ২০২৬ থেকে ৩০ সালের মধ্যে বাংলাদেশে সাসটেইনেবল ডেভেলপমেন্ট হবে। আর ৪১ এর স্মার্ট বাংলাদেশ গড়তে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি পাড়ি দিতে হবে। এজন্য দরকার স্মার্ট গভর্মেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট বিজনেস ম্যান এবং স্মার্ট স্কিল হ্যান্ড। কাজেই বিজনেস কমিউনিটি স্মার্ট হতে হবে। নাহলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানো সম্ভব হবে না।
এসময় তিনি উল্লেখ করেন, অর্থনীতির অগ্রযাত্রায় একটি স্টেবল গর্ভমেন্ট প্রয়োজন, ব্যবসাবান্ধব সরকার দরকার, এসব ফ্যাসিলিটি বর্তমান সরকার দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এমএ লতিফ বলেছেন, চট্টগ্রাম চেম্বারের পাঁচবারের সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের সুখ দুঃখের সাথি। ভবিষ্যতে এফবিসিসিআই’র নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধু কন্যা উনাকে মনোনয়ন দিয়েছেন।
এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ সভার আয়োজন করেন।
মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, ‘মাহবুব ভাই বাংলাদেশের ব্যবসায়ীদের নেতা, তিনি চট্টগ্রামের মানুষ, তিনি দেশকে ভালোবাসে। তাঁর মাধ্যমে সব ব্যবসায়ীরা উপকৃত হবেন। তিনি প্রধানমন্ত্রীর সহায়তায় ব্যবসায়ীদের সমস্যার সমাধান করবেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন, প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়েছেন।’
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্দেশে বলেন, ‘আপনারা বাংলাদেশের ব্যবসায়ীদের লিডার। মাহবুবুল আলম গ্রেট লিডার। আপনারা সোনার বাংলাকে হীরের বাংলা করবেন। আপনারা জাতির জন্য, মানুষের জন্য কাজ করবেন।চট্টগ্রাম উইম্যান চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, ‘প্রধানমন্ত্রীর নজর চট্টগ্রামে আছে। উনি আছেন বলেই চট্টগ্রামকে সমৃদ্ধ করছেন। টানেল উদ্বোধন হবে। মাহবুবুল আলম নারীবান্ধব ব্যবসায়ী নেতা। তিনি কথা কম বলেন, কাজ করেন বেশি। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে এসএমই খাত অবদান রাখবে। আপনারা মাহবুব ভাইয়ের পূর্ণ প্যানেলে ভোট দেবেন।’
বিজিএমইএ প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘ব্যবসার গতি বাড়াতে কাজ করেছেন মাহবুবুল আলম। বঙ্গবন্ধু কন্যা যার ওপর আস্থা রেখেছেন। দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য চট্টগ্রাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিজিএমইএ অনেক সমস্যা মোকাবেলা করছে। বে টার্মিনাল যাতে দ্রুত স্থাপন হয়, সে ব্যবস্থা নিতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ সভাপতি তরফদার মো. রুহুল আমিন। অন্যদের মধ্যেে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বারভিডার হাবিব উল্লাহ ডন, বিজিএমইএ নেতা এমএ ছালাম, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, সীকম গ্রুপের আমিরুল হক, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মির গ্রুপের আবদুস সালাম, বাফার সহ সভাপতি খায়রুল আলম সুজন, ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশনের মাহবুব রানা, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের রাকিবুল টুটুল, লবণ মিলস মালিক সমিতির নুরুল কবির, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশেনর এমএ বকর, চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, বিভাগীয় পণ্য পরিবহন সমিতির আবদুল মান্নান, শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের মাস্টার আবুল কাশেম, ফার্নিচার মালিক সমিতির মো. মাসুদুর রহমান, দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলী, সালেহ আহমদ সোলেমান প্রমুখ।
Leave a Reply