আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নৌকার সমর্থনে মফিজুর রহমানের নেতৃত্বে গণমিছিল ও পথসভা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় চন্দনাইশ উপজেলার নবগঠিত দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিমের সমর্থনে প্রচারণার শেষ দিনে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ, মিছিল ও পথসভা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। শনিবার (১৫ জুলাই) বিকালে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে তিনি এই গণসংযোগ, মিছিল ও পথসভা করেন। পরে কিল্লাপাড়া চৌরাস্তায় দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুরের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিমকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, “শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১৭ তারিখ বিজয় নিশ্চিত করে বিজয় মিছিল ও শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে হবে।”

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, কিল্লাপাড়া সমাজ উন্নয়ন কমিটির প্রধান সর্দার হারুন-অর-রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ প্রচার সম্পাদক রাফসান রকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ চৌধুরী, যুবলীগ নেতা আলী নূর মানিক, শাহজাহান, আবদুল্লা, শিক্ষানবিশ আইনজীবী তৌহিদুল ইসলাম, আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, কিল্লাপাড়া শেখ রাসেল শিশু কিশোর পরিষদের এমরান হোসেন টিটু, আল আমিন, শেফায়েত,আরিফ, তারেক, মোরশেদ, মারুফ, ইয়াছিন, মানিক প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর