আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: প্রস্তাবিত পার্ক ও খেলার মাঠের নকশা

কর্ণফুলীর তীর রক্ষায় নির্মিত হচ্ছে পার্ক ও খেলার মাঠ


চাটগাঁর সংবাদ ডেস্ক: কর্ণফুলী নদীর দখল-দূষণ রক্ষার্থে নদীতীরে জনসাধারণের জন্য পার্ক ও খেলার মাঠ নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (১২ জুলাই) সকালে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ফিরিঙ্গিবাজার এলাকায় জেলা প্রশাসনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এসময় চসিক মেয়রকে কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে সবুজ বিস্তীর্ণ পার্ক ও খেলার মাঠ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান। মেয়রের কাছে স্থানীয় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ স্থানীয়রা দীর্ঘদিনের দাবি হিসেবে এ খেলার মাঠ ও পার্ক গড়ে তোলার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়ার অনুরোধ করেন।

এ সময় চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসনের খাস জমিতে কর্ণফুলী নদী সুরক্ষিত রেখে নদীর সৌন্দর্য উপভোগের জন্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে এ প্রকল্পটি নেয়া হয়েছে। যেখানে দ্রুততম সময়ের মধ্যে বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে।

জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কর্ণফুলী নদী তীরবর্তী খাস জমিতে অবৈধ দখল প্রতিরোধে নদী তীরের উন্মুক্ত ভূমিতে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে। উন্মুক্ত গ্রিন জোন ও পার্কটি নগরবাসীর চিত্ত বিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ হবে।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর