আজ ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৃহবধূ তারিন হত্যার বিচার দাবীতে ফটিকছড়িতে মানববন্ধন


ফটিকছড়ি প্রতিনিধি

হাটহাজারীর গৃহবধূ ফটিকছড়ির মেয়ে ফাহমিদা আক্তার তারিন শ্বশুর বাড়িতে পরিকল্পিত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফটিকছড়ির তারিনের এলাকায় সর্বস্তরের জনগন। শনিবার ৮জুলাই বিকালে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নাজিরহাট, পৌর আওয়ামিলীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন,কৃষকলীগ নেতা লোকমান হাকিম। সংগঠক নেতা বোরহান আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিহতের পিতা জাহাঙ্গীর আলম, বড় ভাই সাহেদুল আলম তানবির, সমাজ সেবক আলী নেওয়াজ, মফিজ তালুকদার, ছাত্রলীগ নেতা রাসেলসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, গৃহবধু ফাহমিদা আকতার তারিনকে পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তৎপরতা চালাচ্ছে শ্বশুর বাড়ির লোকজন।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের দাবী জানানো হয়।উল্লেখ্য গত ৫ জুলাই হাটহাজারী উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির তারিনের শাশুড় বাড়িতে তার নিজের শয়ন কক্ষ থেকে গৃহবধূ তারিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ। নিহত গৃহবধুর পরিবার এবং আত্মীয়স্বজনদের দাবী শ্বশুরবাড়ির লোকজন তারিনকে পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্বহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তারিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবী জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর