আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চট্টগ্রামে আজ থেকে বিনামূল্যে করা যাবে ডেঙ্গু পরীক্ষা


চাটগাঁর সংবাদ ডেস্ক: বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় নগরীর সদরঘাটস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, ‘ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জ্বরে আক্রান্ত সন্দেহজনক রোগীদের বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করানো হবে। টেস্টের জন্য কীট কেনা থেকে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ‘ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই ডিসপেনসারি থেকে ঔষুধ গ্রহণ না করে দ্রুততম সময়ে টেস্ট করার জন্য এবং ঘরের কোথাও মশা জন্মানোর মতো পানি জমে থাকলে তা অপসারণে নাগরিকদের পরামর্শ দেন।’

তথ্যসূত্র: দৈনিক পূর্বকোণ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর