আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেতন ভাতা বাড়ানোর দাবিতে চমেক হাসপাতালের প্রশিক্ষণার্থী চিকিৎমকদের কর্মবিরতি

চমেক হাসপাতালে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কর্মবিরতি


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) দ্বিতীয় দিনের মতো চলছে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কর্মবিরতি। রবিবার (৯ জুলাই) সকাল ১১টায় চমেক মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন চিকিৎসকরা।

এসময় আন্দোলনরত চিকিৎসকরা তাঁদের দাবিগুলো তুলে ধরেন। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সব কিছুর দামই বেড়েছে।

সরকার থেকে যে ভাতা দেয়া হয় তা বর্তমান পরিস্থিতি বিবেচনায় অপ্রতুল। তাই ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হোক। কারণ পোস্ট গ্রাজুয়েশন প্রশিক্ষণ চলাকালীন কোনো চাকরি কিংবা চেম্বারে বসা যায় না।

পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী ডা. রাকিব আদনান চৌধুরী বলেন, ‘আমরা কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করেছি। একজন চিকিৎসকের জীবনযাত্রার মান চিন্তা করলে ২০ হাজার টাকা কিছুই নয়। আমাদের যৌক্তিক দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তাঁদের দাবিগুলো হলো- মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান এবং সকল প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর