আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৩ হাজার ইয়াবাসহ চন্দনাইশে ২ মাদক কারবারি আটক


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় ইয়াবা ট্যাবলেট পাচারের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-৯১৫৩) জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ৯ টার সময় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা বলে জানা যায়।

আটককৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লম্বাঘোনা এলাকার এলাকার মৃত আলী আকবরের ছেলে আবুল হোসেন (৩২) ও কবির আহম্মেদের ছেলে আবু নোমান (৩০)।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি পিকআপসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর