ওসমান হোসাইন,কর্ণফুলী চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও মহান স্বাধীনতা দিবস উদযাপতি হয়ছে। ২৬ শে মার্চ র্সূযোদয়রে সাথে সাথে কর্ণফুলী উপজেলা অস্থায়ী শহীদ স্মৃতি সৌধে কর্ণফুলী থানা পুলিশ সদস্যরা নেতৃত্বে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে, জাতীয় পতাকা উত্তোলনরে মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানকিতা।
কর্ণফুলী উপজলো পরষিদর চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী ও উপজলো নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতান এবং কর্ণফুলী থানা অফিসার ইর্নচাজ দুলাল মাহমুদ। দিবসটি উপলক্ষে কর্ণফুলী উপজেলা পরিষদ অস্থায়ী মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীতরে মাধ্যমে আনুষ্ঠানকিভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রর্দশন, বিভিন্ন স্কুলরে ছাত্র/ছাত্রীদরে অংশগ্রহণে শরীর চর্চা প্রর্দশন করা হয়।
বেলুন ও শান্তির পায়রা অবমুক্ত করে মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। পরে বীর মুক্তিযুদ্ধের সন্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠান আয়োজন করা হয়। বীর মুক্তযিোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধা পরবিাররে সদস্য বৃন্দরে সংর্বধনা অনুষ্ঠানরে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, সঞ্চালনায় উপজেলা সহকারি কমিশার(ভুমি) শিরিন আকতার।
প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, বীর মুক্তি যোদ্ধা এম এন ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী,কর্ণফুলী থানা অফিসার ইর্নচাজ দুলাল মাহমুদ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৩৯চল্লিশ জন বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply