চন্দনাইশ প্রতিনিধি:
দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘বাংলানিউজ২৪.কম’- এর জামালপুর জেলা ও ৭১টিভির বকসিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সাংবাদিক এম এ রাজ্জাক রাজ।
সাধারণ সম্পাদক মো.কমরুদ্দীন ও সিনি: সহ-সভাপতি খালেদ রায়হান এর যৌথ সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার নুরুল আলম , সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম জাহিদ হোসাইন, সাংবাদিক ঐক্য ফোরামের সিনিয়র সদস্য ভোরের কাগজ প্রতিনিধি আবু তালেব আনচারী, যুগান্তর আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশ, দৈনিক মানবজমিন চন্দনাইশ প্রতিনিধি আমিনুল ইসলাম রুবেল, বাংলা টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম, ইত্তেফাক আনোয়ারা প্রতিনিধি জাহিদ হৃদয়, সময়ের আলো প্রতিনিধি এনামুল হক নাবিদ, মানবকন্ঠ প্রতিনিধি ওমর ফারুক, বর্তমান কথা প্রতিনিধি জাহিদুর রহমান চৌধুরী, দৈনিক খবর প্রতিনিধি হেলাল উদ্দিন নিরব, মাই টিভি প্রতিনিধি আব্দুল আজিজ, আনোয়ার আবির প্রমুখ।
এসময় বক্তারা পেশাদার কলমযোদ্ধা নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং অবিলম্বে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply