আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“মাদক-কিশোর গ্যাং ও বাল্য বিবাহ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে”


নিজস্ব প্রতিবেদক 

মাদক,কিশোর গ্যাং,বাল্য বিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ড়স্থ ফাতেমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য, শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খান।

মানবাধিকার সংস্থা (সি পি আর এস) বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলালের সভাপতিত্বে এবং মহিলা সম্পাদিকা আয়শা বেগমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্পাদক অধ্যক্ষ মোঃ কামরুল হোসেন,মোঃ মাইনুল ইসলাম, শওকত আলী খান বাদল, আঃলীগ নেতা মোঃ সেলিম, মোঃ মোরশেদ আলম, ৩৮ নং ওয়ার্ড় আওয়ামীলীগ নেতা মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর থানা শাখার মোঃ আজাদ হোসেন রাসেল, মহিলা আঃলীগ নেত্রী ফারজানা শিরিন মুন্নি, স্বপ্না বেগম, মোঃ ইদ্রিস, রফিকুল ইসলাম টিপু, মোঃ বেলালসহ স্থানীয় মানবাধিকার ও সমাজিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খান বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। বাল্য বিবাহ বন্ধ করতে হলে সবাই কে সচেতন হতে হবে। তিনি বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথাও আলোচনা সভায় তুলে ধরেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর