নিজস্ব প্রতিবেদক
“রক্ত দিন জীবন বাঁচান,গাছ লাগান পরিবেশ বাঁচান,এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং চট্টগ্রাম মহানগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মসূচি সহ নানা আয়োজনের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক এর উদ্যোগে সিবিবি ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়।
বুধবার (১৪ জুন) নগরীর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মসূচিসহ চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলায় “বৃক্ষরোপণ কর্মসূচি’র” মাধ্যমে বিশ্ব রক্তদাতা দিবস পালন করে সংগঠনের সদস্যবৃন্দ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম।
সংগঠনের এডমিন ইমাম হোসাইন বলেন, ১২ ডিসেম্বর ২০১২ তারিখে প্রতিষ্ঠিত এই সংগঠন গত দশ বছর যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় রোগীর জন্যে স্বেচ্ছায় রক্তদান, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, অসহায় কর্মহীন ব্যক্তিকে সাবলম্বীকরণ, বিভিন্ন জাতীয় দূর্যোগে সহায়তা, থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি সহ সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন। তিনি আরও বলেন, আমরা চাই লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে কোন রোগীই যেন রক্তের অভাবে মারা না যায়।
Leave a Reply