আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে ভূমিদস্যুদের হামলায় সাংবাদিক আহত


প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী

বোয়ালখালীতে ইদানিং ভূমিদস্য বেড়ে গেছে। প্রতি নিয়ত অসহায় সরল মানুষদের এরা টার্গেট করে হামলা করে। তেমনি আমাদের প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক কালবেলা পত্রিকা,র সাংবাদিক জাহিদ হাসান সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভূমি দস্যু কর্তৃক অতর্কিত হামলা স্বীকার হয়। বুধবার (৭জুন) বিকেল হামলাকারীদের বিরুদ্ধে ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, সাবেক সভাপতি(ভাঃ প্রাঃ) ডা.অধীর বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী,সাংবাদিক টিপু সুলতান, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক ডা: প্রভাস চক্রবর্ত্তী,প্রচার সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ,খোরশেদ আলম,শাহ আলম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলাকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। হামলাকারী ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। জাহিদ হাসানের উপর সন্ত্রাসী হামলার বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওযা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য,গত ৪ জুন পেশাগত দায়িত্ব পালনের সময় পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমতলের অদুরে শেখ জাহেদ আবাসিক সড়কের নতুন মসজিদ এলাকায় সাংবাদিক জাহিদ হাসানের উপর অতর্কিত হামলা করে আলী আজগর ও খোরশেদ আলম মানু,র নেতৃত্বে একদল ভূমিদস্যু।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর