সৈয়দ শিবলী ছাদেক কফিল:
দীর্ঘ প্রতীক্ষার পর বহুল আলোচিত-প্রত্যাশিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা নির্বাচন আগামী ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আজ ৩১ মে বুধবার দুপুরে দোহাজারীসহ দেশের ৮টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষিত হয়।
তফসিলে প্রতীয়মান হয়- রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। দোহাজারী ছাড়া অন্য পৌরসভাগুলো হল- ভাণ্ডারিয়া, মঠভারিয়া, ছেংগারচর, দেবীদ্বার, বেনাপোল, গোসাইরহাট ও তাড়াশ পৌরসভা।
Leave a Reply