আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে কাজ করছে চিরিংগা হাইওয়ে থানা 


নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-কক্সবাজার  মহাসড়কে বেপারোয়া গতি, পাল্লা দিয়ে যানবাহন চালানো, ক্রটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চালানাে সহ নানান অনিয়ম ও অসতর্কতার কারণে প্রতিনিয়ত  ঘটছে দুর্ঘটনা।
আর এসব দুর্ঘটনা ও অনিয়ম কমিয়ে আনতে নিরলস পরিশ্রম করছে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ।
ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে সড়কে  তাদের ডিউটিরত পুলিশ টিম নিয়মিত   কাজ করছে।এছাড়াও অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ। এছাড়াও কেউ আইনভঙ্গ করে গাড়ি চালালে  তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর  আলম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নানান কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে।এক্ষেত্রে যানবাহন চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানো,পাল্লা দিয়ে গাড়ি চালানো দায়ী। তাছাড়া নানান অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। তাই আমরা যানবাহন চালক ও জনসাধারণদের সচেতন করার জন্য চেষ্টা করছি।যেসব যানবাহন চালকরা আইনভঙ্গ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।এছাড়াও জনসাধারণ এবং যানবাহন চালকরা সচেতন হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সহজ হবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর