আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত ৯টায় বন্ধ হচ্ছে বাণিজ্য মেলার গেট


আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরের। শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মেলায় প্রবেশের জন্য রাত পৌনে ৯টা পর্যন্ত টিকিট বিক্রি করবে গেটের ইজারাদাররা। আর ৯টার সময় প্রবেশ গেট বন্ধ করে দেয়া হবে। মেলার ইজারা পাওয়া প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের মালিক মীর শহিদুল জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দু’দফা সময় বাড়ানোর পর আজ মেলা শেষ হচ্ছে। আমার সঙ্গে ডিসি সাহেবের কথা হয়েছে। সেই মোতাবেক রাত পৌনে ৯টা পর্যন্ত আমরা টিকিট বিক্রি করব। আর ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। ৯টার পর আর কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না, তবে বের হতে পারবেন।’

তিনি বলেন, ‘সময় বাড়ানো হলেও এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেক কম। মেট্রোরেলের কাজ এবং মাঝে থাকায় এবার দর্শনার্থী কম এসেছে। এবার মেলা ইজারা নিয়ে আমাদের প্রায় চার কোটি টাকার মতো লোকসান হচ্ছে।’

গেটের ইজারাদার দর্শনার্থী খরার কথা বললেও আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছেন, ‘সময় বাড়ানোর কারণে শেষ দিকে মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। ছুটির দিনে মেলা প্রাঙ্গণে উপচেপড়া ভিড় ছিল। মেলায় ক্রেতা-দর্শনার্থী আশানুরূপ হয়েছে।’

এ বিষয়ে মেলার সদস্য সচিব আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে প্রথমদিকে ক্রেতা-দর্শনার্থী কিছুটা কম ছিল। তবে সময় বাড়ানো কারণে শেষ দিকে অনেক দর্শনার্থী এসেছে। শুক্রবার ও শনিবারগুলোতে দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণে হাঁটার উপায় ছিল না। ঠিক কত দর্শনার্থী হয়েছে, সেই হিসেব আমাদের কাছে নেই, তবে আমাদের হিসেবে আশানুরূপ দর্শনার্থী হয়েছে।’

আয়োজনেই ২৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হওয়া এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, দুবাই, ইতালি ও তাইওয়ানের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, মেলা থেকে ক্রেতারা যে সব পণ্য কিনতে পারছেন তার মধ্যে অন্যতম দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, পাট ও পাট জাত পণ্য সামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়া জাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক সামগ্রী, মেলামাইন সামগ্রী, হারবাল ও টয়লেট্রিজ, ঘড়ি, হোম অ্যাপ্লায়েন্স, ইমিটেশন জুয়েলারি, সিরামিকস, টেবলওয়্যার, ক্যাবল, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, আসবাবপত্র ও হস্তশিল্পজাত পণ্য, উপহার সামগ্রী, কনস্ট্রাকশন সামগ্রী, হোম ডেকর, বেকারি পণ্য, বিদেশি বস্ত্র ইত্যাদি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর