মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশে বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে ২০ এপ্রিল সকাল থেকে ঈদ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধা মো. আবুল বশর ভূঁইয়া পরিষদের উদ্যোগে উপজেলার বৈলতলী এলাকায় উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল বশর ভূইয়া নিজস্ব অর্থায়নে এলাকার হত দরিদ্র অর্ধ-সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারে ৩ কেজি চাউল, ২ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ প্যাকেট নডুলস, ১ লিটার তেল ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান এস এম সায়েম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.দেলোয়ার হোসেন, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কহিনুর ভূঁইয়া, যুবলীগ নেতা নাজিম উদ্দীন ভূঁইয়া, সাংবাদিক আজিমুশ শানুল হক দস্তগীর প্রমুখ।
Leave a Reply