আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় নেতাকর্মীদের ছাত্রলীগের ঈদ উপহার


  • নুরুল কবির রিফাত 

সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেবের পক্ষে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব মোতালেব। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনীতি এখনো সচ্ছল বলে মন্তব্য করেছেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব।

পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, সদর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলী, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু, বাজালিয়া ইউপি চেয়ারম্যান বাবু তাপস কান্তি দত্ত, কেঁওচিয়ার সাবেক চেয়ারম্যান মনির আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, লোহাগাড়া উপজেলার সেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি কে এম পারভেজ, নির্ঝর বড়ুয়া জয়, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর