নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বাকলিয়া ও চান্দগাঁও থানায় অবস্থিত সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করেন ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “মুক্ত কাফেলা”।
বৃহস্পতিবার (২৩ মার্চ) মুক্ত কাফেলার ধর্ম-বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিমের পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত কাফেলার শুভাকাঙ্ক্ষী আব্দুল জব্বার,বিশিষ্ট সমাজসেবক নুরুল হোসাইন ও মুহাম্মদ সালাহ উদ্দিন।
মুক্ত কাফেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াসিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী হিমেল।
Leave a Reply