অসহায় অস্বচ্ছল হতদরিদ্র ৩জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়ে শুভ সূচনা করেছে বান্দরবান অন্ধকল্যাণ সমিতি। চিকিৎসা সুবিধা পাওয়া ব্যক্তিরা হলেন বাজার শাহী মসজিদ এলাকার ওসমান গনি, বাসস্টেশন এলাকার মোঃ আবদুল্লাহ ও বালাঘাটার জাবের আহমেদ, গত ৫মার্চ সকালে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা: বিজন কুমার দাশ তাদের চিকিৎসা দিয়েছেন। একটি অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাস্টার, সমিতির সহ সভাপতি, বাবুল মারমা, সাধারণ সম্পাদক রাজেস দাশ ও সহ সম্পাদক মার্ক এ বম। বান্দরবান অন্ধ কল্যাণ সমিতির লক্ষ্য ও উদ্যেশ্য হলো দৃষ্টিপ্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতা করা , গত বছর বান্দরবানে অন্ধ কল্যাণ সমিতি গঠন করা হয়।
উল্লেখ্য যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে অন্ধ সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই তিনজন দরিদ্র ব্যাক্তি। বিজ্ঞপ্তি
Leave a Reply