সৈয়দ শিবলী ছাদেক কফিলঃ
চন্দনাইশে জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়। এ উপলক্ষ্যে ২ মার্চ বৃহস্পতিবার আলোচনা সভা, র্ ্যালি, ক্যাম্পেইন, প্রচারপত্র বিলি ইত্যাদি কর্মসূচি সম্পন্ন হয়।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র আলহাজ্ব মু. মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, বীর মুক্তিযোদ্ধ কমান্ডার জাফর আলী হিরো, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মো. শাখাওয়াত হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির।
এতে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের প্রতিপাদ্য “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে”।
Leave a Reply