আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালী পৌরসভা এলাকায় আগুনে মুদির দোকান পুড়ে ছাই


প্রভাস চক্রবর্তী, বোয়ালখালী

বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় গোমদন্ডী আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মা বাবা স্টোর নামে একটি দোকানে আগুনে পুড়ে প্রায় দুই লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রাহাত ম্যানশনের দাঁড়োয়ান মোস্তাফিজুর রহমান জানান আমি রাত ১১.৪০ মিনিটের সময় আগুন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে ডেকে নিয়ে আসি। স্হানীয় আরেকজন হাবিবুর রহমান জানান রাস্তা ছোট হাওয়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্হলে পৌঁছাতে সময় লেগেছে। ৪নং পৌরসভার কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষকে রাস্তা ছোট হওয়ার কারন সর্ম্পকে জিজ্ঞেস করা হলে তিনি এ প্রতিবেদকে বলেন অবৈধ ভাবে রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করায় হচ্ছে প্রধান কারন।

তবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইদুর রহমান।

তিনি বলেন, গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নুর মোহাম্মদের নির্মাণাধীন ভবনের নিচ তলায় থাকা দোকানটির প্রায় সব মালামাল পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ ২০ হাজার টাকা। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর