মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় ৬৯ লাখ ৯৭ হাজার ৭৬০ টাকা ব্যয়ে পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উম্মোচন করে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।
এসময় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক মাহমুদা বেগম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা মুফতি খোরশেদ আলম রেজভী, বেসিক ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শাহ্ আলম মেম্বার, এসএম জামাল উদ্দিন মেম্বার, দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক মনচুর আলী ফয়সাল, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এরশাদুর রহমান সুমন, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম খোকন, আজম আলী, হারুন-অর-রশীদ, মিজানুর রহমান মিন্টু, জসিম উদ্দিন হিরু, দেলোয়ার হোসেন, নাছির উদ্দীন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মনজুর আলম, পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা আকতার, সহকারী শিক্ষক রীণা প্রভা দে, রূপক কান্তি ঘোষ, আয়েশা সুলতানা নারগিছ, মু. এমরান বেগ, রিসানা রাহনুমা জামান, রুমি আচর্য্য, নেজামুল ইসলাম, খাইরুন্নিসা পারভিন প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply