আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা


লোহাগাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ৭১জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পাবলিক হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলা আয়োজনে উপজেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। ক্রেস্ট অব অনার ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলার সভাপতি মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক জহির মোঃ বশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক ও সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৭১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান,জাতি গঠনের জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আপনারা কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। বর্ণাঢ্য জীবনে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন। জাতি গঠনে সবচেয়ে বড় ভূমিকা শিক্ষকদের। প্রাথমিক শিক্ষকরা অনেক কস্ট করে থাকে। শিক্ষকদের অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই। ধৈয্যর সাথে কাজ করে গেছেন,শিক্ষা বিতরণ করে গেছেন। আপনারা এ পৃথিবীতে কি পেয়েছেন সেটি বড় নয়, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবশ্যই পুরুস্কৃত হবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর