আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সমাজসেবক নিজামুদ্দিনের মতবিনিময়


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

বোয়ালখালী প্রেসক্লাবের সদস্যদের সাথে গতকাল শুক্রবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) নিজামুদ্দিন মাহমুদ হোসাইন। প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাংলা টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান লোকমান চৌধুরী, বর্তমান সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সম্পাদক এফ আই মানিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসল, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, প্রচার সম্পাদক এস,এম নঈম উদ্দীন সদস্য মো. এমরান চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। এসময় আরো উপস্থিত ছিলেন খোরশেদ আলম, শাহা আলম বাবলু প্রমুখ।

মতবিনিময়কালে নিজামুদ্দিন মাহমুদ হোসাইন বলেন, শহরতলীর কাছের উপজেলা হওয়া সত্ত্বেও একটি মাত্র সেতুর অভাবে অনেকটা পিছিয়ে আমাদের বোয়ালখালী। অথচ এখানে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। ইতোমধ্যে এই উপজেলায় বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে। কালুরঘাটে একটি নতুন সেতু বদলে দিতে পারে সমগ্র বোয়ালখালীর চিত্র। আশা করছি বর্তমান সরকারের আমলেই নতুন সেতুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর