এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ জামাল উদ্দিন উপজেলার লালানগর ইউনিয়নের আমড়া কাটার বাড়ি এলাকার বাসিন্দা মৃত ওহাব মিয়ার ছেলে।বৃ
হস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১১ টার দিকে আরব আমিরাতের শারজায় এ দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে একই ইউনিয়নের বাসিন্দা ও শারজাহ প্রবাসী আবদুল মুমিন জামাদার বলেন,ঘটনাটি ঘটেছে আমার দোকানের পাশাপাশি। সে সড়ক পার হওয়ার সময় একটি মালবাহী গাড়ির নিচে পড়ে প্রাণ হারায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।শুনেছি তার কেউ নেই। তাই আমরা যারা এখানে আছি তারা চেষ্টা চালাচ্ছি তার লাশ দেশে পাঠানোর জন্য।
জানা যায়, নিহত জামাল উদ্দিনের বাবা-মা বেচে নেই।তার পরিবারে তিনি ও তার ৩ বোন রয়েছে। ৩ বোনের মধ্যে ২ বোনের বিয়ে হলেও অন্যজন এখনো অবিবাহিতা। অন্যদিকে নিহত জামাল উদ্দিন গত ৪-৫ বছর আগে বিয়ে করলেও তার পরিবারে এখনো কোনো সন্তান-সন্ততির জন্ম হয়নি।
এ বিষয়ে জামালের চাচাতো ভাই মো. দিদার বলেন,সে আমার চাচাতো ভাই হলেও আমার আপন ভাইয়ের চেয়ে কম ছিলনা। তার এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছিনা। বর্তমানে তার পরিবারে এক বোন অবিবাহিত রয়েছে এবং তার স্ত্রী আছে।বাবা-মা অনেক আগেই মারা গেছে।
Leave a Reply