আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিল্পকলায় উন্মোচন হলো এ কে তালুকদারের দু’টি বই


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে তালুকদার রচিত কাব্যগ্রন্থ “চিঠি দিলেম বেলা শেষে” ও উপন্যাস “কাঠগড়ায় দাঁড়িয়ে বলছি” বই দু’টির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও নান্দনিক আড্ডা” কাব্যগ্রন্থের “মোড়ক উন্মোচন অনুষ্ঠাম চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যসলারীতে ২৮ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার বিশিষ্ট লেখক নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য ড. প্রফেসর সুকান্ত ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি ছিলেন মাউশির বিভাঅ, লেখক, গবেষক ও শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দিন শিশির, বরমা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও পরিচয় পত্রিকা সম্পাদক ড. শিব প্রসাদ শূর, নাজিরহাট কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কে এম মহিউদ্দীন, ব্রাইট সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিউল কাদের, বৈলতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল আলম বাচা শফিউল কাদের, সাবেক প্রধান শিক্ষক আবদুল মাবুদ, লেখকের সহধর্মিণী সেলিনা আকতার।

আবৃত্তি শিল্পী রোমানা আফাজ লিবার্টির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, বিজয়ানন্দ বড়ুয়া, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, নাট্যকার ও শিক্ষক হুমায়ুন কবির হুমু, মাওলানা মুহাম্মদ হারুন, কবিপুত্র তাফসীর মাহমুদ চৌধুরী প্রমুখ।

এতে চন্দনাইশ উপজেলা শিক্ষক সভাপতি ও প্রধান শিক্ষক পরিষদের সভাপতি-সম্পাদকসহ অর্ধশত শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শ্রেণি- পেশার বহু লোক উপস্থিত ছিলেন।

শিক্ষকতার মত মহান পেশার কর্মব্যস্ততার মধ্যেও যে মানুষ গবেষণা ও কাব্যচর্চা করেন তিনি নিসন্দেহে একজন গুণী মানুষ। শঙ্খনদীর উর্বর তীরে জন্ম, ছাত্রজীবন, শিক্ষকতা, সংসার, সমাজসংস্কার, সাহিত্য- সংস্কৃতি চর্চা ইত্যাদিতে গড়ে উঠে এ কে তালুকদারের বর্নিল জীবন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর