চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুর ছবুরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটক আব্দুর ছবুর দোহাজারী পৌরসভার হামজার পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি আব্দুর ছবুরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply