নগরীর রিয়াজুদ্দিন বাজার সংলগ্ন নুপুর মার্কেটে অগ্নিদুর্ঘটনায় বেশ কয়েকটি দোকান ও গোডাউনের মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আনিসুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
তিনি আরো জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা অবধি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply