অনলাইন ডেস্ক
ফটিকছড়িতে চাঁদের গাড়ি এবং নোহার মুখোমুখি সংঘর্ষে ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাদের নাম জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৭ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।