প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ৬৮ প্রার্থী। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম আনারস প্রতীক নিয়ে লড়বেন। তার প্রতিপক্ষে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিত। এছাড়া চারজন সাধারণ সদস্য প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সদস্য পদে ৪৪ জন এবং সংরক্ষিত সদস্য হিসেবে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংরক্ষিত ওয়ার্ড-১ জাহান আরা নাজনীন (ফুটবল), ইয়াছমিন আক্তার কাকলী (বই), রওশন আরা বেগম (হরিণ), ইসমত আরা সুলতানা (দোয়াত কলম), নার্গিস আকতার (টেবিল ঘড়ি), সংরক্ষিত ওয়ার্ড-২ দিলোয়ারা ইউসুফ (হরিণ), জুবাইদা সরওয়ার চৌধুরী নিপা (ফুটবল), এড. উম্মে হাবিবা (বই), সংরক্ষিত ওয়ার্ড-৩ তাহমিনা আক্তার চৌধুরী (হরিণ), জগদা চৌধুরী (দোয়াত কলম), মোস্তফা রাহিলা চৌধুরী (ফুটবল), সংরক্ষিত ওয়ার্ড-৪ দিলুয়ারা বেগম (বই), মোছাম্মৎ দিলুয়ারা বেগম (ফুটবল), রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী (মাইক), সাজেদা বেগম (হরিণ), মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া (দোয়াত কলম), সংরক্ষিত ওয়ার্ড-৫ দিলোয়ারা বেগম (টেবিল ঘড়ি), রুখছানা আকতার (দোয়াত কলম), শাহিদা আকতার জাহান (হরিণ), শিকু আরা বেগম (মাইক), তসলিমা আক্তার (বই) ও সুরাইয়া খানম (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সদস্য পদে ওয়ার্ড-২ (সীতাকুন্ড) আ.ম.ম দিলসাদ (অটোরিকশা), মো. শওকতুল আলম (হাতি), ওয়ার্ড-৩ (সন্দীপ) মো. নুরুন্নবী ভুট্টো (উটপাখি), মুহাম্মদ ছিদ্দিকুর রহমান (হাতি), মো. রফিকুল ইসলাম (টিউবওয়েল), মিজানুর রহমান (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ সাখাওয়াত হোসেন (ক্রিকেট ব্যাট), মো. আলাউদ্দীন (তালা), শাহেদ সরোয়ার শামীম (ঘুড়ি), কামরুল হাসান আলাল (অটোরিকশা), ওয়ার্ড-৪ (ফটিকছড়ি) আখতার উদ্দীন মাহমুদ (অটোরিকশা), মো. আমান উল্লাহ খান চৌধুরী (টিউবওয়েল), ওয়ার্ড-৫ (হাটহাজারী ও নগর আংশিক) মোহাম্মদ আবু আলম (ক্রিকেট ব্যাট), গোলাম মোস্তফা (ঘুড়ি), জাফর আহমেদ (টিউবওয়েল), মোহাম্মদ আলমগীর (তালা), মো. নুরুল আবছার (হাতি), এইচ.এম আলী আবরাহা (অটোরিকশা), মো. মনজুর হোসেন চৌধুরী (টিফিন ক্যারিয়ার), মো. এজাহার মিয়া (বৈদ্যুতিক পাখা), মো. সেলিম উদ্দীন (উটপাখি), ওয়ার্ড-৮ (বোয়ালখালী ও নগর আংশিক) বোরহান উদ্দিন এমরান (হাতি), মোহাম্মদ ইউনুছ (তালা), ওয়ার্ড-৯ (কর্ণফুলী ও নগর আংশিক) ইসলাম আহমদ (ঘুড়ি), অধ্যাপক মো. রাশেদুল আলম (তালা), ওয়ার্ড- ১০ (পটিয়া) মোহাম্মদ শাহাদাত হোসেন (অটোরিকশা), দেবব্রত দাশ (তালা), ওয়ার্ড-১১ (চন্দনাইশ) মো. শেখ টিপু চৌধুরী (তালা), আবু আহমেদ চৌধুরী (হাতি), ওয়ার্ড-১৩ (বাঁশখালী) শাহদাত হোসেন চৌধুরী (হাতি), মোহাম্মদ আবদুল আজিজ (বৈদ্যুতিক পাখা), কল্যান বুয়া (ঘুড়ি), হামিদ উল্লাহ (বক), মো. মো. নুর হোছাইন (টিফিন ক্যারিয়ার), এম জিল্লুর করিম শরিফী (অটোরিকশা), মোজাম্মেল হক সিকদার (উটপাখি), মো. নুরুল মোস্তফা সিকদার (ক্রিকেট ব্যাট), মোহাম্মদ আলমগীর কবির (টিউবওয়েল), মো. খালেকুজ্জামান (তালা), ওয়ার্ড-১৪ (সাতকানিয়া) গোলাম ফেরদৌস (হাতি), মনির আহমেদ (তালা), আবদুল আলীম (বৈদ্যুতিক পাখা), ওয়ার্ড- ১৫ (লোহাগাড়া) আনোয়ার কামাল (অটোরিকশা), মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী (ঘুড়ি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Leave a Reply