আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ৬২তম প্রতিবার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি


অনলাইন ডেস্কঃ ১৯৬২ সালে প্রতিষ্ঠিত পেশাজীবি সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন  চট্টগ্রাম প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৬ জুন (বৃহস্পতিবার)।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রেস ক্লাব কতৃৃপক্ষ। আজ বেলা ১১ টায় ক্লাব প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সন্ধ্যা ৭টায় কেক কাটা হবে। এরপর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সম্মাননা অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে সাতটায়।

আরও পড়ুন নতুন স্থায়ী সদস্যদের বরণ করলো চট্টগ্রাম প্রেস ক্লাব কতৃপক্ষ

রাত ৮টায় অনুষ্ঠিত হবে ‘বাষট্টি বছরের পূর্ণতায় চট্টগ্রাম প্রেস ক্লাব : প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ক আলোচনা সভা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। দিনব্যাপী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের সপরিবারে উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক অনুরোধ জানিয়েছেন।

তথ্যসূত্র: দৈনিক সুপ্রভাত বাংলাদেশ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর