চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অন্তর্গত, দোহাজারী পৌরসভার, দেবকুলস্থ কেন্দ্রীয় তপোবন আশ্রমে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশ্রম এর প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীশ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের আদর্শ উদ্দেশ্য লালন-পালন ও ধারণের মাধ্যমে জগতের সকল প্রাণের মঙ্গল কামনায় ৩ দিনব্যাপী অনুষ্ঠানে মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ ও ষোড়শপ্রহরব্যাপী শ্রীশ্রী পূর্ণব্রহ্ম শ্রীহরিনাম সংকীর্তন ৯মার্চ থেকে ১১ মার্চ ২০২৪খ্রি. নানা মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে তপোবন শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সুরেশ^রাঞ্জলী’। প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে আয়োজিত মহতী ধর্মসভায় উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী রবীশ^রানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ-পাঁচরিয়া তপোবন আশ্রম, পটিয়া, চট্টগ্রাম, শ্রীমৎ স্বামী রননাথ ব্রহ্মচারী মহারাজ, অধ্যক্ষ- শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, চক্রশালা, পটিয়া, গীতা প্রজ্ঞাতীর্থ ও অবিনেশ্বর সুরেশ্বরের লেখক শ্রী যোগেশ্বর চৌধুরীসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজিম উদ্দিন- পৌর প্যানেল মেয়র, দোহাজারী পৌরসভা। রাজিয়া সুলতানা রাজু -মহিলা কাউন্সিলর, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা, শ্রী নয়ন কুমার দাশ, আবাসিক প্রকৌশলী, দোহাজারী সাব ষ্টেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। শোভন চৌধুরী নান্টু’র সঞ্চালনায় শ্যামল চন্দ্র মন্ডলের গীতাপাঠের মাধ্যমে কেন্দ্রীয় তপোবন আশ্রমাধ্যক্ষ শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজের মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহতী ধর্মসভার শুভারম্ভ হয়।
কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি খোকন দাশ (বাচ্চু)’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী অসিত দত্ত। ধর্মসভায় বক্তব্য রাখেন আগত সাধুমহাত্মাবৃন্দ ও কেন্দ্রীয় তপোবন আশ্রম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাশগুপ্ত, সহঃ সাংগঠনিক সম্পাদক স্ব্রুত দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোনেক্স ধর, তপোবন আশ্রম চরবাটা শাখার উপদেষ্টা নিত্যলাল দাশসহ আঞ্চলিক শাখা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। সভায় কেন্দ্রীয় তপোবন আশ্রম কার্যকরী পরিষদের সভাপতি শান্তি বিকাশ দত্তসহ আঞ্চলিক শাখা প্রতিষ্ঠানের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার পূণ্যার্থী সমাগমে কেন্দ্রীয় তপোবন আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। উৎসবের ২য় দিন মাতৃঘট স্থাপনের মাধ্যমে আশ্রমাধ্যক্ষ মহারাজের আহুতি দানের মাধ্যমে বিশ^শান্তি কামনায় শ্রীশ্রী গীতা হোমযজ্ঞের শুভারম্ভ হয়। গীতাপাঠ সমাপন্তে পূণ্যাহুতি প্রদানের মধ্য দিয়ে গীতা হোমযজ্ঞ সম্পন্ন হয়। ষোড়শপ্রহরব্যাপী শ্রীশ্রী পূর্ণব্রহ্ম শ্রীহরিনাম সংকীর্তনের পূণ্যাহুতি দানের মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটে। সকল পূণ্যময় অনুষ্ঠানমালার পৌরহিত্য করেন শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ- কেন্দ্রীয় তপোবন আশ্রমাধ্যক্ষ, দেবকুল, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম, বাংলাদেশ। – প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply